Header Ads

Ad

ভাড়া বাসায় স্ত্রীকে হত্যার পর পালিয়েছেন স্বামী

কুষ্টিয়ায় স্ত্রীকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কুষ্টিয়া শহরে স্ত্রী উর্মি খাতুনকে (৩৫) মারপিট ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রানার বিরুদ্ধে। শনিবার (৯ আগস্ট) রাতে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঘটনার বিবরণ

শনিবার সকালের দিকে কুষ্টিয়া শহরের হাউজিং এফ ব্লক এলাকার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে উর্মিকে হত্যার পর তার স্বামী রানা পালিয়েছেন। বিষয়টি প্রথমে রাতে জানাজানি হয়। নিহত উর্মি খাতুন কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর গ্রামের মহিম মণ্ডলের মেয়ে। পাঁচ বছর আগে মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার রানা খানের সাথে তার দ্বিতীয় বিয়ে হয়।

পরিবারের অভিযোগ

নিহতের ভাই **আবু সাইদ** বলেন, "রানা মাদকাসক্ত এবং এ কারণে সে বেশ কয়েকবার জেল খেটেছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। পারিবারিক কলহের জের ধরেই মারপিট ও শ্বাসরোধ করে উর্মিকে হত্যা করা হয়েছে।" তিনি আরও জানান, উর্মির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এবং খুনি রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশের বক্তব্য

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) **মোশাররফ হোসেন** বিষয়টি নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার স্বামী পলাতক রয়েছে এবং তাকে আটকের জন্য পুলিশ কাজ করছে।" তিনি আরও বলেন, "প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Bottom Page Ads