Header Ads

Ad

কারমাইকেল কলেজে দেখা মিললো বিশাল অজগরের

কারমাইকেল কলেজে আহত অজগর: উদ্ধার ও চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা

বইয়ের পাতায় নয়, এবার কারমাইকেল কলেজে দেখা মিলল অজগরের!

রংপুর: 'অ-তে অজগরটি আসছে তেড়ে'- বইয়ে পড়া সেই অজগরের দেখা মিললো কারমাইকেল কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। আহত এই বিপন্ন প্রজাতির সাপটিকে দেখতে সেখানে ভিড় করেন শিক্ষার্থীসহ স্থানীয়রা। এর আগে কুড়িগ্রাম থেকে উদ্ধার করা হয় অজগরটিকে।

কারমাইকেল কলেজে আহত অজগরটিকে পরিচর্যা করছেন বন্যপ্রাণী উদ্ধার দলের সদস্যরা।

উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা: যেভাবে আহত হলো অজগরটি

শুক্রবার (৮ আগস্ট) কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকিরের চর এলাকা থেকে অজগরটিকে উদ্ধার করেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড রেসকিউ টিম ইন বাংলাদেশ-এর স্থানীয় প্রতিনিধিরা। প্রায় ১৪ কেজি ওজনের এবং বারো ফুট লম্বা এই অজগরটির মাথায় আঘাত, মুখে গভীর ক্ষত এমনকি স্থানীয়দের পিটুনিতে দাঁত পর্যন্ত ভেঙে গেছে।

নদীতে মাছ ধরার সময় স্থানীয় জেলে আমজাদ আলীর জালে আটকা পড়লে তিনি সাপটি বাড়িতে নিয়ে আসেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় জমায় এবং সাপটিকে আঘাত করে। পরে বনবিভাগের প্রতিনিধিরা আহত অবস্থায় সাপটি উদ্ধার করেন এবং উন্নত চিকিৎসার জন্য ওইদিনই রাতেই রংপুরে পাঠানো হয়। রংপুর চিড়িয়াখানার জু অফিসার ডা. এইচ এম শাহাদাত জরুরি ভিত্তিতে অজগরটির চিকিৎসা দেন।

কারমাইকেল কলেজে পরিচর্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপটির ক্ষত ড্রেসিং ও ওষুধ প্রয়োগ করতে রোববার এটিকে কারমাইকেল কলেজের উন্মুক্ত পরিবেশে আনা হয়। সেখানে ওয়াইল্ডলাইফ অ্যান্ড রেসকিউ টিম ইন বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট লিজেন আহম্মেদ প্রান্ত সাপটির নিবিড় পরিচর্যা করেন। কিছুটা সুস্থ হয়ে উঠলে অজগরটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে এবং সম্পূর্ণ সুস্থ হলে এটিকে পুনরায় তার স্বাভাবিক আবাসে ফিরিয়ে দেওয়া হবে।

বার্মিজ পাইথন: নির্বিষ ও বিপন্ন প্রজাতির সাপ

লিজেন আহম্মেদ প্রান্ত জানান, উদ্ধার হওয়া এই সাপটি একটি বার্মিজ পাইথন, যা সম্পূর্ণ নির্বিষ এবং একটি বিপন্ন প্রজাতির সাপ। এরা মানুষের কোনো ক্ষতি করে না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ভয় বা ভুল ধারণার কারণে অনেকেই এ ধরনের সাপকে মেরে ফেলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Bottom Page Ads