Header Ads

Ad

মাঝআকাশে বিভীষিকা: ইঞ্জিন বিকল হয়ে জরুরি অবতরণ ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানের




২৫ জুলাই, ২০২৪: এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান। ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিউনিখের উদ্দেশ্যে রওনা দেওয়া এই বিমানটির বাম পাশের ইঞ্জিন মাঝ আকাশে হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে ২১৯ জন যাত্রী নিয়ে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। দক্ষ পাইলটের বুদ্ধিমত্তা এবং তাৎক্ষণিক জরুরি সংকেতের ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

যেভাবে ঘটলো ঘটনাটি

ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর ১০৮, যা একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, গত ২৫ জুলাই সন্ধ্যায় ডালাস থেকে জার্মানির মিউনিখের উদ্দেশে উড্ডয়ন করে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, বিমানটি যখন প্রায় ৫,০০০ ফুট উচ্চতায় পৌঁছায়, ঠিক তখনই এর বাম পাশের ইঞ্জিন বিকল হয়ে যায়।
এক মুহূর্তও দেরি না করে পাইলট জরুরি অবস্থার সংকেত পাঠান। কন্ট্রোল টাওয়ারে তিনি দ্রুত জানান, 'ইঞ্জিন বিকল, বাম ইঞ্জিন। ইউনাইটেড ১০৮ জরুরি ঘোষণা করছে। মেইডে, মেইডে, মেইডে।' এই সংকেত পাওয়ার পর বিমান নিয়ন্ত্রক পাইলটকে ডানদিকে ঘুরে দ্রুত ডালাসে ফিরে আসার নির্দেশ দেন।

দুই ঘণ্টার শ্বাসরুদ্ধকর যাত্রা শেষে নিরাপদ অবতরণ

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ১১ মিনিটে উড্ডয়নের পর বিমানটি প্রায় দুই ঘণ্টা ধরে বৃত্তাকার পথে উড়ে আবার ডালাসে ফিরে আসে। এই পুরোটা সময় যাত্রীদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা ও ভয় কাজ করছিল।
বিমানটি নিরাপদে অবতরণ করার সাথে সাথেই মেট্রোপলিটন ওয়াশিংটন এয়ারপোর্টস কর্তৃপক্ষ দ্রুত ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম পাঠায়। তারা জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে বিমানটিকে গেটে নিয়ে যায়। এই সময়ে বিমানবন্দরের অন্যান্য ফ্লাইট চলাচলে কোনো সমস্যা হয়নি।

সবাই সুরক্ষিত, ফ্লাইট বাতিল

ইউনাইটেড এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় কোনো যাত্রী আহত হননি এবং সবাই স্বাভাবিকভাবে গেট দিয়ে বের হয়ে যেতে পেরেছেন। এরপর নিরাপত্তার কারণে ফ্লাইটটি বাতিল করা হয়। যাত্রীদের সুবিধার জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়, যাতে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন।

এই ঘটনা আবারও প্রমাণ করে যে, আকাশপথে যাত্রীদের নিরাপত্তার জন্য দক্ষ পাইলট এবং আধুনিক প্রযুক্তির কার্যকর সংকেত ব্যবস্থার গুরুত্ব কতটা অপরিহার্য। সংকটের মুহূর্তে পাইলটের সঠিক সিদ্ধান্ত এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা একটি বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Bottom Page Ads