Header Ads

Ad

ঝিনাইদহের কালীগঞ্জে বাস উল্টে পুকুরে, আহত অন্তত ১০

 

ঝিনাইদহের কালীগঞ্জে বাস উল্টে পুকুরে, আহত অন্তত ১০

ঝিনাইদহ করেসপনডেন্ট:


ঝিনাইদহের কালীগঞ্জে গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কেয়াবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা যশোরগামী গড়াই পরিবহনের এক বাস অন্য আরেক বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ১০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, যশোরগামী একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুুকুরে উল্টে পড়ে। এ ঘটনায় কেউ নিহত হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Bottom Page Ads