Header Ads

Ad

বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ

 

বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ

বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ


হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে বাস ও পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার মহাসড়কের ডুবাঐ এলাকায় এ ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি বাস মহাসড়কের ডুবাঐ এলাকায় পৌঁছালে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় ট্রাকের হেলপারসহ দুজনকে সিলেট এবং অন্যদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Bottom Page Ads