Header Ads

Ad

বিএনপি নেতার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর করে চর দখলের অভিযোগ

ভোলায় ভূমিহীনদের জমি দখল ও বালু উত্তোলনের অভিযোগ: বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন

ভোলায় ভূমিহীনদের চর দখল ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন

ভোলায় ভূমিহীনদের জমি দখল ও অবৈধভাবে বালু উত্তোলন করে বসতবাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতা নোমান চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছেন ক্ষতিগ্রস্তরা। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে ক্ষতিগ্রস্তদের মূল অভিযোগ

স্মারকলিপিতে ক্ষতিগ্রস্তরা উল্লেখ করেন যে, গত সরকারের আমলে বাঘ মারার চর ও পাতাবুনিয়ার চরে তাদের জমি ভোগ করত তোফায়েল আহমেদের ভাতিজা। ৫ আগস্টের পর তারা জমিগুলো ভোগ করতে পারলেও এখন আবার সেই জমি দখল করা হয়েছে।

  • জমি দখল ও উচ্ছেদ: দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য **আবু নোমান মোহাম্মদ শফিউল্লাহর** নেতৃত্বে তার লোকজন ভূমিহীনদের জমি থেকে জোর করে তাড়িয়ে দিয়েছে।
  • অবৈধ বালু উত্তোলন: চারটি ড্রেজার দিয়ে বালু কেটে তাদের বাড়িঘর ধ্বংস করে দেওয়া হচ্ছে, যার ফলে ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে।
  • হত্যার হুমকি: প্রতিবাদ করতে গেলে নোমান চেয়ারম্যানের লোকজন তাদের হত্যার হুমকি দিচ্ছে।
  • অভিযুক্তদের তালিকা: স্মারকলিপিতে ফরিদ মাঝি, রাসেল মাঝি, হাসান রাঢ়ি, রিপন, আলাউদ্দিন, আমির হোসেন, হানিফ, বাচ্চু, ইলিয়াস, আবু সরদার, সিরাজ, মেহেদী, নুরুদ্দিন, জহিরুল হক, কবির ডাক্তার, খোকন, জাফরসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে, যারা নোমান চেয়ারম্যানের অনুসারী।

ক্ষতিগ্রস্তদের বক্তব্য

জমির মালিক নুরনবী, কাসেম মহাজন, মজিবুর রহমান, আলী হোসাইন মাস্টার বলেন, "আমরা জমি তো খেতে পারছিই না, পাশাপাশি সেখানে বসতঘর নিয়ে বসবাস করাও সম্ভব হচ্ছে না। বালু উত্তোলনের কারণে আমাদের ঘরগুলো ভেঙে নদীতে পড়ে যাচ্ছে। দেখার মতো আমাদের কেউ নেই।"

অভিযুক্তের পাল্টা বক্তব্য

এ বিষয়ে অভিযুক্ত দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু নোমান মোহাম্মদ শফিউল্লাহ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

"আমি কোনো দিন চরে যাইনি এবং জমিও ভোগ দখল করে খাই না। আমার বিরুদ্ধে এগুলো অপপ্রচার চালানো হচ্ছে। এ ব্যাপারে আমি কিছুই জানি না।" -- আবু নোমান মোহাম্মদ শফিউল্লাহ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Bottom Page Ads