Header Ads

Ad

কুয়েতে ৫০ হাজার বিদেশির নাগরিকত্ব বাতিল

কুয়েতে প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল

কুয়েতে প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল: তদন্তের আওতায় মন্ত্রী ও সংসদ সদস্যও

সম্প্রতি কুয়েতের প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সউদ আল সাবাহ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কয়েকটি দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অনেক ‘প্রতারক’ শনাক্ত করা হয়েছে।

নাগরিকত্ব পর্যালোচনার কারণ

আল-কাবাস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কুয়েতে সব নাগরিকত্বের নথি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে। এমনকি বর্তমান ও সাবেক সংসদ সদস্য এবং মন্ত্রীদেরও এই তদন্তের আওতায় রাখা হয়েছে। এই অভিযানের মূল লক্ষ্য হলো সেসব বিদেশি, যারা অবৈধভাবে কুয়েতের নাগরিকত্ব নিয়েছেন।

নতুন নিয়ম ও বিতর্কিত দিক

  • **ইলেকট্রনিক জাতীয়তা সনদ:** স্বরাষ্ট্রমন্ত্রী শিগগিরই নতুন ইলেকট্রনিক জাতীয়তা সনদ চালু করার ঘোষণা দিয়েছেন।
  • **দ্বৈত নাগরিকত্ব:** কুয়েত দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না। দেশটির নাগরিকত্ব নিতে হলে পূর্বের নাগরিকত্ব ত্যাগ করতে হয়।
  • **বেদুইন ইস্যু:** প্রতিবেদনে প্রায় ১ লাখ ২০ হাজার রাষ্ট্রহীন মানুষ বা ‘বেদুইন’দের ইস্যু নিয়েও আলোচনা করা হয়েছে। এই বিষয়টি দীর্ঘদিন ধরে রাজনৈতিক টানাপড়েন ও আইনগত জটিলতার কারণে সমাধানহীন অবস্থায় রয়েছে।
  • **নাগরিকত্ব বাতিলের কারণ:** এই উদ্যোগের মূল উদ্দেশ্য প্রতারকদের চিহ্নিত করা। তবে কিছু ক্ষেত্রে ‘রাষ্ট্রের উচ্চ স্বার্থেও’ নাগরিকত্ব বাতিলের ঘটনা ঘটেছে।

এক বছরেরও বেশি সময় ধরে কুয়েতের নাগরিকত্বের জন্য গঠিত সর্বোচ্চ কমিটি এসব মামলা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিচ্ছে। চলতি বছর অভিযান তীব্র হওয়ার পর থেকে প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল হয়েছে। যাদের নাগরিকত্ব বাতিল হয়েছে, তাদের অনেকের নামও প্রকাশ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Bottom Page Ads