Header Ads

Ad

শখ করে মাছ ধরতে যাওয়া কাল হলো হাবিবুল-সাঈমের

 


শখ করে সমুদ্রে মাছ ধরতে গিয়ে সাগরের পানিতে তলিয়ে গেল দুই শিক্ষার্থী। শুক্রবার (২৯ আগস্ট) সকালের দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালীর সুইজারল্যান্ড পয়েন্টে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানায় যায়, সকালে ছয়জন কিশোর একসঙ্গে সমুদ্রসৈকতে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ পানির স্রোতে তলিয়ে যায় মনখালী এলাকার নুর হোসেনের ছেলে হাবিবুল আবছার (১৬) ও প্রবাসী নাজির হোসেনের ছেলে মোহাম্মদ সাঈম (১৫)। তারা দুজনই মাদারবনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।


উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস একযোগে কাজ করছে। জোয়ার-ভাটার সময় বিবেচনায় নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Bottom Page Ads