Header Ads

Ad

বাসে নড়ে উঠল লাগেজ, খুলতেই মিলল ২ বছরের শি"শু

 


নিউজিল্যান্ডে নিয়মিত বিরতিতে ডিপোতে গিয়ে থামে একটি যাত্রীবাহী বাস। হঠাৎ বাসের চালক খেয়াল করলেন একটি লাগেজ নড়ছে। এতে তার সন্দেহ হলে লাগেজটি খুলে এর ভেতর দুই বছর বয়সী এক শিশুকে দেখতে পান তিনি।

রোববার (৩ আগস্ট) দেশটির কাইওয়াকা শহরের একটি বাসে এ ঘটনা ঘটে। খবর সিবিএস নিউজের।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, একটি বড় লাগেজ নিয়ে বাসে ওঠেন এক নারী। নির্ধারিত স্টপেজে থামার সময় ব্যাগটি নড়াচড়া করতে দেখে বাসচালক উদ্বিগ্ন হয়ে পড়েন। লাগেজ খুলে বিস্মিত হন তিনি। জীবন্ত এক শিশুকে পাওয়া গেল সেই লাগেজের ভেতরে। শিশুটিকে এমন অবস্হায় দেখার পর কাইওয়াকা শহরের ওই বাস ডিপোতে ডাকা হয় পুলিশকে। পরে ওই লাগেজের মালিক ২৭ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ।

গোয়েন্দা ইন্সপেক্টর সাইমন হ্যারিসন বলেছেন, ওই নারীকে শিশুর প্রতি অমানবিক আচরণ ও অবহেলার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তিনি বলেন, শিশুটির শরীর খুব গরম ছিল। তবে তার গায়ে আঘাতের কোনো চিহ্ন ছিল না। হাসপাতালে নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।


লাগেজটি যাত্রীদের বসার জায়গার নিচে, আলাদা একটি অংশে রাখা হয়েছিল বলে পুলিশ জানায়।

হ্যারিসন বলেন, আরও খারাপ কিছু হওয়া থেকে শিশুটিকে বাঁচিয়েছেন ওই চালক।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Bottom Page Ads