সোমবার (০১ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
তিনি জানান, পাথরঘাটার চরদুয়ানি ইউনিয়নের বাসিন্দা সগির কোম্পানির মালিকানাধীন ‘এফবি আবদুল্লাহ তুফান’ নামের ট্রলারটি ডুবে যায়।ট্রলারে থাকা মালামালসহ প্রায় এক কোটি টাকা মূল্যের ট্রলারটি ডুবে যায়।
ট্রলারের মালিক মো. সগির কোম্পানি জানান, তিন দিন আগে ১৮ জেলে নিয়ে ট্রলারটি সাগরে পাঠাই। সোমবার রাতে মাছ ধরার জন্য জেলেরা সাগরে জাল ফেলে অপেক্ষা করতে থাকে। ঠিক রাত আড়াইটার দিকে ঝড়ের কবলে পড়ে হঠাৎ ডুবে যায় ট্রলারটি। মুহূর্তের মধ্যে ট্রলারে থাকা জেলেরা প্রাণে বাঁচতে লাফিয়ে পানিতে লাফ দেয়। পরে ভাসতে থাকা অবস্থায় মহিপুর এলাকার একটি ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে। এরই মধ্যে ট্রলারটি খোঁজ করার জন্য সাগরে উদ্ধার অভিযান চলছে।
ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবি
সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, গভীর সমুদ্রে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ১৮ জেলে জীবিত উদ্ধার হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছি
0 মন্তব্যসমূহ