সোমবার সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
এর আগে রোববার সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান বিচারপতির গুলশানের বাসায় সৌজন্যমূলক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সাক্ষাতকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ জনমনে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে-রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে যাচ্ছেন।
তবে আমার দেশ-এর পক্ষ থেকে অনুসন্ধান করে জানা গেছে, বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সেনাপ্রধান পিলখানা ট্র্যাজেডি এবং গুমের তদন্ত ও বিচার কার্যক্রম নিয়ে কথা বলেন। এ বিষয়ে তিনি আইনি দিকগুলো জানতে চান।
এবার ৭ রাজনৈতিক দলের সঙ্গে বসবেন ড. ইউনূসএবার ৭ রাজনৈতিক দলের সঙ্গে বসবেন ড. ইউনূস
এদিকে গত ২৭ আগস্ট চীন সফর শেষে দেশে ফেরেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তার আগে ২০ আগস্ট সরকারি সফরে চীনের উদ্দেশে রওনা দেন সেনাপ্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, গত ২২ আগস্ট সেনাবাহিনী প্রধান চীনে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে সেনাবাহিনী প্রধান চীনের স্থল বাহিনীর Political Commissar General Chen Hui এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তার বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া বাংলাদেশের সামরিক শিল্পের উন্নতিতে চীনের প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়েও আলোচনা করা হয়।
0 মন্তব্যসমূহ