Header Ads

Ad

বিমানের দুই নারী ক্রুর গোপন তথ্য ফাঁস করলেন কাতার প্রবাসী

 


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই নারী কেবিন ক্রুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, তারা প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী দুই যাত্রীর একজন বিমানের ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন, আরেকজন আদালতে মামলা করেছেন।


অভিযুক্ত কেবিন ক্রুরা হলেন এম এস টি মৌরি ও খাদিজা সুলতানা শিমু। কাতার প্রবাসী ব্যবসায়ী নাছির আহমেদ মৌরির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। অন্যদিকে, দেশের একটি বেসরকারি এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ওমর ফারুক শিমুর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, দুই কেবিন ক্রু পরিকল্পিতভাবে যাত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলে বিয়ের আশ্বাস দেন এবং সেই সুযোগে অর্থ ও মূল্যবান জিনিস আত্মসাৎ করেন।



কাতার প্রবাসী নাছির আহমেদ অভিযোগ করেছেন, মৌরি নিজেকে বিমানের কেবিন ক্রু পরিচয় দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ হন। পরবর্তী সময়ে কেনাকাটা, ভ্রমণসহ নানা অজুহাতে অর্থ ও মূল্যবান সামগ্রী নেন। পরে সম্পর্কের বিষয়ে চাপ দিলে মৌরি দূরে সরে যান এবং বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন। অন্যদিকে ওমর ফারুক অভিযোগ করেন, শিমু তার কাছ থেকে প্রায় ২২ লাখ টাকার বেশি অর্থ ও একটি হীরার আংটি নেন। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে ব্ল্যাকমেইলেরও চেষ্টা করেন।


তবে মৌরি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো প্রতারণায় জড়িত নন এবং ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করেই তাকে মিথ্যা ফাঁসানো হচ্ছে। শিমুও অভিযোগ এড়িয়ে গিয়ে এটিকে ব্যক্তিগত বিষয় হিসেবে মন্তব্য করেন।


বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, দুই কেবিন ক্রুর বিরুদ্ধে পাওয়া অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে মৌরির বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শিমুর বিরুদ্ধেও আদালতে মামলা চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে বিমান কর্তৃপক্ষ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Bottom Page Ads