Header Ads

Ad

প্রবাস থেকে দেশে ফে'রে মায়ের সাথে তার আর দেখা হল না

 


সাত বছর পর প্রবাস থেকে দেশে ফে'রে ছেলে।

বাড়ির আঙ্গি'নায় এসে মা মা করে চিৎ'কার করে। 

একে একে ভাই,ভাবী,বোন,বাবা সবাই আসে,কিন্তু মা আর আসে না!!


অথচ,সবার আগে মায়েরই তো পথের ধারে দাঁ'ড়িয়ে থাকার কথা।


মায়ের ছায়া টুকুও কোথাও দেখা যায় না!


ছেলে আরও চিৎ'কার করে ডাকে-মা,তুমি বের হচ্ছ না কেন?


অজানা আশং'কায় ছেলে তখন পাগ'লপ্রায়! 


একসময় সে জানতে পারে,যে মা কে খুশি করার জন্য,অভাবের সংসারে মা কে একটু স্বচ্ছ'লতা দেওয়ার জন্য,নিজের শখ,দেশের মায়া,আপনজনের মায়া ত্যাগ করে দূর দেশে , পরদেশে সাত সাতটি বছর কঠোর পরিশ্রম করল।


ছেলে দেশে ফে'রার কিছু দিন আগেই তার সেই মা চলে গেল দূর দেশে!পরদেশে!

অচিন দেশে!


মায়ের সাথে তার আর দেখা হল না!!


মায়ের ক'বরের পাশে যেয়ে চিৎ'কার করে ডাকতে থাকে-মা,আমি আসলাম প্রবাস থেকে। 

আর তুমিও চলে গেছে পরদেশে।😥

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Bottom Page Ads