নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় একজন আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্দেরবাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, সোনারগাঁ থানার পার্শ্ববর্তী কুমিল্লার মেঘনা থানার নলচর গ্রামের একটি হত্যা চেষ্টার মামলার এজাহারভুক্ত আসামি মহসিন এবং যুবলীগ নেতা টিটুকে গ্রেপ্তার করতে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সোনারগাঁ থানাকে অবহিত করে বৈদ্দেরবাজার এলাকায় অভিযান চালান।
অভিযানে মহসিনকে গ্রেপ্তার করা হলে স্থানীয় সাতভাইয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেন, উজ্জ্বল, ইকবাল, বাবুল, লিটন দাসসহ প্রায় ৩০-৪০ জন একত্রিত হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। একই সময়ে খাজা মিয়া নামে এক বিকাশ এজেন্টের দোকানে ভাঙচুর ও অর্থ লুটপাট করে তারা।
পরবর্তীতে সোনারগাঁ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে। তবে আসামির হাতকড়া উদ্ধার করা গেলেও তাকে পুনরায় গ্রেপ্তার করতে ব্যর্থ হয় পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাসেদুল হাসান খান বলেন, খবর পেয়ে আমাদের থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেঘনা থানা পুলিশ কোনো লিখিত অভিযোগ দায়ের করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে কুমিল্লার হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, বিষয়টি আমি শুনেছি। গ্রেপ্তারকৃত ব্যক্তি মামলার সঙ্গে জড়িত নয় এ দাবি করে গ্রামবাসী তাকে ছিনিয়ে নেয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
0 মন্তব্যসমূহ